’৯০-এর শুরু থেকে নয়া-উদারনৈতিক অর্থনীতি
চালু হওয়ার ফলে ভারতবর্ষের আপামর জনসাধারণের জীবনে নেমে এসেছে চরম সঙ্কট, লাফিয়ে লাফিয়ে বেড়েছে সরকারি দুর্নীতি। বড় গিন্নীর চুরি-চামারিকে ছাপিয়ে
গিয়েছেন বৌমা। সেনাপতি কখন মনমোহন, কখন রাজা, কখন কালমাদি, কখন...।
এই দুর্নীতিগ্রস্ত
বদমায়েশগুলোর সাথে যোগ দিয়েছে আর এক ফেরেববাজ—‘সেরার সেরা বাঙালী’ মমতা।
বাংলার বুকে পরাজিত সামন্তপ্রভুদের ক্ষমতায় ফিরিয়ে আনাই তার লক্ষ্য। রেল আর
পুরসভার টাকা নয়ছয় করে আজ সে নেমেছে বর্গাদার এবং পাট্টাদারি কৃষক জনগণকে উচ্ছেদ
করতে। শুরু হয়েছে রক্তাক্ত প্রক্রিয়া। দিকে দিকে গুলি চলছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের
বলি হচ্ছেন খেটে খাওয়া মানুষ। তৃনমূলী গুণ্ডাদের সাহস এতোটাই বেড়েছে যে বিরোধী
দলের ‘চিফ হুইপ’ রেজ্জাক মোল্লা-কে
আক্রমণ করতেও ওরা দ্বিধা করেনি।
কিন্তু সন্ত্রাস কখন শেষ
কথা বলে না – এটা আবার প্রমাণ করেছেন ভাঙড়ের প্রতিরোধী কৃষকরা। তাঁরা তাঁদের প্রিয় নেতা
রেজ্জাকের ওপর আক্রমণের বদলা নিয়েছেন তাঁদের হকের জমি দখল ক’রে।
তাঁরা গেয়ে উঠেছেন— ‘হকের জমি ছিনায়ে লিব চল/চলরে মাইয়া,
চলরে মরদ দল...’
কৃষক বিদ্রোহের ঝড় উঠছে, সাবধান মমতা,
সাবধান!
কৃষক বিদ্রোহের ঝড় উঠছে
ReplyDelete।।
এক্কেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মুরগীচোর আজিজুল
আর যারা দেশের জন্য কামান-বিমান-যুদ্ধজাহাজ-সার(ইউরিয়া) ইত্যাদি কিনে আর 2জি স্পেকট্রাম বেচে হাজার হাজার কোটি টাকা কামায় , তারা কি সব সাধুপুরুষ ?
ReplyDeleteমার্কিণ নির্দেশে যাদের প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী,অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, ইত্যাদি ঠিক হয় এবং যাদের সরকার চলে রিমোট কন্ট্রোলে ওয়াশিংটন ডি.সি. থেকে তাদের আবার বড় বড় কথা ! ভালো দাম পেলে দেশ তো কোন ছাড় নিজের মা কে পর্যন্ত ওরা বেচে দিতে পারে !