Man's dearest possession is life. It is given to him but once, and he must live it so as to feel no torturing regrets for wasted years, never know the burning shame of a mean and petty past; so live that, dying he might say: all my life, all my strength were given to the finest cause in all the world- the fight for the Liberation of Mankind. - Nikolai Ostrovsky

Wednesday, February 1, 2012

সম্পাদকীয় (এই তো সময়, বিশেষ বই মেলা সংখ্যা, জানুয়ারি ২০১২)




আবার এসে গেল বইমেলা। কিন্তু গত দু-তিন বছরের মত এবারও সাধারণ মানুষের মনে উৎসবের চেয়ে উদ্বেগের মাত্রাটাই বেশীবাংলার বুকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ, পেটোয়া গণমাধ্যম, উচ্ছিষ্টভোজী সুশীল সমাজ ও জনতার একাংশের বাম-বিরোধীক্ষোভকে কাজে লাগিয়ে ক্ষমতার দখল নিয়েছে বাংলার মুসোলিনি।
সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই অরাজকতা মাত্রা ছাড়িয়েছে। বামপন্থী নেতা-কর্মীদের নির্বিচারে আটক করা, সংঘর্ষে হত্যার নামে বিপ্লবীদের তুলে এনে খুন বা গুম করার ঘটনা সাধারণ নিয়মে পরিণত হয়েছে। কৃষক জনগণের ওপর আক্রমণের মাত্রা আরও বেশী। সরকারের সুবিধাবাদী কৃষি নীতির কারণে ফসলের দাম না পেয়ে ঋণগ্রস্ত হয়ে একের পর এক কৃষক আত্মহত্যা করছে। এদিকে মুখ্যমন্ত্রী ও তার চাকর-বাকরেরা একজন কৃষকও ঋণের ভারে আত্মহত্যা করে নিবলে নির্লজ্জের মতো প্রচার করে চলেছেন। কৃষির সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে। গত কয়মাসে প্রায় শতাধিক সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলো রূপান্তরিত হয়েছে মৃত্যুপুরীতে। এছাড়া শিক্ষাক্ষেত্রে মারপিট, ছোট ব্যবসায়ীদের ওপর জুলুমবাজি, সবই চলছে জোর কদমে। স্বেচ্ছাচার মাত্রা ছাড়িয়েছে।
এমতাবস্থায় বইমেলার আনন্দগায়ে মেখে ঘুরে বেড়াবার মত বিলাসিতা আমাদের সাজে না। এটা লড়াইয়ের সময়। প্রস্তুত হওয়ার সময়। আসুন, সবাই একজোট হইবাংলার মাটিকে বামপন্থীদের দুর্জয় ঘাঁটিতে পরিণত করে ফ্যাসিবাদ-কে উৎখাত করি।

No comments:

Post a Comment